বিকেলে গভর্ণরের সঙ্গে বসছে বিএমবিএ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৫ ১৩:৩৪:১৬
পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নের্তৃবৃন্দ। আজ (১৫ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি বিএমবিএ ও বাংলাদেশ ব্যাংক সূত্র নিশ্চিত করেছে সানবিডিকে।
বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান সানবিডিকে বলেন, পুঁজিবাজারের চলমান পরিস্থিতি উত্তোরনে করণীয় নিয়ে আজকে গভর্ণরের সঙ্গে আমরা বৈঠক করব। যা আরও ৩দিন আগে নির্ধারিত হয়েছে।