লেনদেন বন্ধ রাখার দাবি ঐক্য পরিষদের, ডিএসইর না

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৫ ১৫:৫৩:৩৯


করোনা আতঙ্কে পুঁজিবাজারে ব্যাপক দরপতন হচ্ছে। তাই এই আতঙ্ক কাটার আগ পর্যন্ত পুঁজিবাজার বন্ধ রাখার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ ১৫ মার্চ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০ পয়েন্টের সূচক পতন হওয়ার পরই ডিএসই’র নিকুঞ্জ কার্যালয়ে যার বিনিয়োগকারীরা।

এদিন দুপুরে ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের কাছে আগামি ২ সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি জানান।

বিনিয়োগকারীরা লেনদেন বন্ধ রাখার দাবি করলেও ডিএসই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভাবছে না। বরং চলমান মন্দাবস্থা কিভাবে কাটিয়ে উঠা যায়, তা নিয়ে চিন্তা করছেন।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক জানান, শুধু দেশেই নয় সারাবিশ্বে করোনা মহামারী আকারে ধারণ করেছে। বিশ্বের বড় বড় পুঁজিবাজারে এই একই ইস্যুতে ব্যাপক দরপতন চলছে যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে। কিন্তু এভাবে দরপতন হতে থাকলে বিনিয়োগকারীদের যেটুকু পুঁজি অবশিষ্ট রয়েছে তাও শেষ হয়ে যাবে। তাই করোনার আতঙ্ক কাটার আগ পর্যন্ত দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার জন্য ডিএসই’র কর্তৃপক্ষের কাছে আহবান জানিয়েছি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস