সোনামসজিদ বন্দরে পৌঁছেছে ভারতীয় পেঁয়াজের ট্রাক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৫ ১৬:৫৫:৩৩


অঘোষিতভাবে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রোববার থেকে ফের শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। সাড়ে ৫ মাস পর এলো ভারতীয় পেঁয়াজ।

গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইতিমধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে উদ্ভিদ সংগনিরোধ অফিসে ‘ইমপোর্ট পারমিটের’ আবেদনের পাশাপাশি এলসি খুলেছেন সোনামসজিদের স্থলবন্দরের আমদানিকারকরা। তবে কী পরিমাণ পেঁয়াজের এলসি খোলা হয়েছে তা স্থলবন্দরের আমদানিকারকেরা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

সোনামসজিদের স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এরপর গত ২৬ ফেব্রুয়ারি ভারত পেঁয়াজ রফতানির সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।

এ ব্যাপারে রোববার ভারতের মহদীপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডল জানান, মহদীপুর স্থলবন্দরে প্রায় ২০০ ট্রাক পেঁয়াজ এসেছে। এসব পেঁয়াজ রোববার ও সোমবার সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে।

এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরের একজন কাস্টমস ইন্সপেক্টর জানান, রোববার দুপুর ২টার পর থেকে ভারত থেকে বেশ কয়েকটি পেঁয়াজ ভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।

সানবিডি/এনজে