করোনাভাইরাস: দিনে ৩৫ লাখ টাকার ক্ষতি বেবিচকের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:২৯:০৮
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে প্রতিদিন বিমান চলাচল থেকে দেশের প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেবিচকের কনফারেন্স রুমে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, আগে প্রতিদিন অন্তত ১২০টি ফ্লাইট অবতরণ করতো। এখন করোনাভাইরাসের প্রভাবে সেটি কমে মাত্র ৩৮টি ফ্লাইট অবতরণ করছে। এতে গত ১৩ দিনে সরকার প্রতিদিন প্রায় ৩৫ লাখ টাকা করে রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে রাজস্ব আয় অনেক কমে যাবে বলে জানান তিনি।
তিনি বলেন, শুধুমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে ১৬ থেকে ৩১ তারিখ পর্যন্ত দেশে প্রবেশের সব ফ্লাইট বন্ধ থাকবে। এ সময় অবৈধ উপায়ে প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানান তিনি।
মো. মফিদুর রহমান আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পাশাপাশি বেবিচকও সবসময় সচেতন রয়েছে। বিমানবন্দরে কর্মীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সারাধারণ যাত্রীদেরও নিয়মিত সচেতন করা হচ্ছে এবং যাত্রী চলাচলের জায়গা ও টয়লেট নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল আহসান, বেবিচকের পরিচালনা ও পরিকল্পনা কমিটির সদস্য এয়ার কমোডো এম খালিদ হোসেন, সদস্য (নিরাপত্তা) মো. শহীদুজ্জামান ফারুকী, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের গ্রুপ ক্যাপ্টেন (এটিএম) এম এম মেহবুব খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।