বিসিএস নির্বাচনে দুই প্যানেলের ফল ভাগাভাগি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ১০:১৩:১৬


দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সমমনা-৭ প্যানেল থেকে ৫ এবং চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল থেকে দুইজন বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন বোর্ড ফল ঘোষণা করে। বিজয়ীরা আগামী ২ বছর (২০২০-২২) বিসিএস পরিচালনা করবে। ১৬ মার্চ বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হবে বলে জানা গেছে।

‘সমমনা-৭’ প্যানেল থেকে ইপসিলন সিস্টেমস এ্যান্ড সলিউশনের চেয়ারম্যান মোঃ শাহিদ-উল-মুনীর (প্রাপ্ত ভোট ৫৬৮), কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট), স্পিড টেকনোলজি এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট), স্মার্ট প্রিন্টিং সলিউশনের পরিচালক মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট) এবং অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল থেকে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া সর্বোচ্চ (৬১৮ ভোট) পেয়েছেন বিজয়ী হয়েছেন। একই প্যানেলের স্টারটেক এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান রাশেদ আলী ভূঁঞা ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জানা গেছে, মোট ১ হাজার ১২৬ ভোটারের মধ্যে ১০৩৮ জন ভোট প্রদান করেন।