দক্ষিণে আওয়ামী লীগ নেতার ছেলে মাদকসহ আটক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৬ ১৪:২৭:৪৩
ঢাকা মহানগর দক্ষিণে ২৩ নং ওয়ার্ড আওয়ামি লীগের প্রচার সম্পাদক কামরুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন জয় ও তার সহযোগী ফয়সাল নামে দুই মাদক প্রাচার কারীকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধায় রাজধানীর নবাবগঞ্জ থেকে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।আটককৃত আসামি দুজন লালবাগ থানার হেফাজতে রয়েছে বলে জানান লালবাগ থানার ওসি আশরাফ।
কামরুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন জয় মাদক দিয়ে বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে বলে জানান এলাকাবাসি।তার নামে এর আগেও মাদকের একাদিক মামলা রয়েছে বলে জানা যায়।সে লালবাগের ইয়াং স্টার গ্যাংয়ের অন্যতম সদস্য।
এ ব্যপারে ঢাকা মহানগর দক্ষিণ আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, পূর্বেও ফয়সাল হোসেন জয়ের ব্যপারে আমি মাদক ব্যবসার কথা শুনেছি।মাদক ব্যবসায় জড়িত হলে তার শাস্তি তাকে পেতে হবে। এ ব্যপারে দলের কিছু করার নাই।
লালবাগ থানার ওসি আশরাফ বলেন, ফয়সাল হোসেন জয় ও তার সহযোগী ফয়সাল নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করে লালবাগ থানার হেফাজতে রাখা হয়েছে। সোমবার আটককৃত আসামিদেরকে আদালতে নেয়া হবে বলে জানান তিনি।
ফয়সাল হোসেন জয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪র্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই