আইবিএফবির আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৬ ১২:৫০:২১


সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ‘সকলের জন্য নিরাপদ খাদ্য: সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সভাপতি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও হাঙ্গার ফ্রি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। আলোচক ছিলেন এসিআই এগ্রিবিজনেসের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচাক ড. ফা হ আনসারী, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক। বিশেষ অতিথি ছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়াম্যান গোলাম রহমান ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক উপাচার্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজি।