করোনা প্রতিরোধে বিজেপি-তৃণমূল ‘একজোট’!
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:২৩:৪৬
করোনা সঙ্কটে পুরভোট (পৌরসভার ভোট) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার বিবৃতি দিয়ে তারা ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। রাজ্যের শাসক দল সুপারিশ করায় সম্ভবত পিছিয়ে যেতে পুরভোট। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিপর্যয়ের আশঙ্কা থাকলে পুরভোট পিছিয়ে দেওয়াই শ্রেয়। রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের টুইট করে বিবৃতি জারি করে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের সুরক্ষার জন্য নির্দেশিকা জারি ও একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই সঙ্কটের সময়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি আমরা। প্রতিটি রাজনৈতিক দলের উচিত জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহামারির বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে আসা। নির্বাচন আসবে যাবে। এই ভয়ের সময় রাজনৈতিক দলগুলি হাতে হাতে দিয়ে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা উচিত।’
পুরভোট নিয়ে আলোচনার জন্য সোমবার রাজ্যের ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে সর্বদলীয় বৈঠকে ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট নিয়ে বিজেপির অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট।
দলের রাজ্য সভাপতির কথায়, ‘বিপর্যয়ের আশঙ্কা থাকলে পুরভোট পিছিয়ে দেওয়াই ভালো।’
তার আগে বিষয়টি নির্বাচন কমিশনের উপরে ছাড়ার কথা জানান পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। তৃণমূলের মহাসচিব বলেন, ‘অস্বাভাবিক পরিস্থিতি। কাল বৈঠক। পুরভোটের সিদ্ধান্ত কমিশন নেবে। আমাদের দলের মধ্যেও আলোচনা চলছে।’
নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র। তবে করোনা আতঙ্ক শাসক দলের কাছে ভোট পিছিয়ে দেওয়ার সুযোগ বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেন,”এরা প্রথম থেকে গণতন্ত্রের পক্ষে নয়। যে কোনও অজুহাতে ভোট পিছোতে চাইবে। সবই তো ওদের হাতে।’
সানবিডি/ঢাকা/এসএস