করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ বললেন ট্রাম্প

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:১৯:০১


প্রাণঘাতী করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প তার টুইটে এই মন্তব্য করেন।

টুইটে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষকরে চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পখাতকে শক্তিশালীভাবে সহায়তা দেবে।

টুইটে তিনি আরও লিখেছেন, আমরা আগের চেয়েও অনেক শক্তিশালী হব।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪শ’ ছাড়িয়েছে। এতে মারা গেছেন ৮৬ জন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর বিশ্বের ১৪৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৭ হাজারের বেশি জন।
সানবিডি/ঢাকা/এসএস