করোনা: অস্ট্রেলিয়ায় মারা যেতে পারে দেড় লাখ মানুষ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২১ ২০:১৭:৫৬


প্রাণঘাতী করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় দেড় লাখ মানুষের মৃত্যু হতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পল কেলি সোমবার বলেন, করোনায় যেকোন দেশের জনসংখ্যার ২০ থেকে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন। এটি একটি সংক্রামক রোগ… এতে মৃত্যুর হার প্রায় এক শতাংশ, তাহলে আপনি হিসেব করে দেখুন।

অস্ট্রেলিয়ার জনসংখ্যার ২০ শতাংশ যদি আক্রান্ত হয় তাহলে এতে আক্রান্ত হবে ৪৮ লাখ মানুষ। এবং মৃত্যুর হার যদি এক শতাংশ হয় তাহলে মারা যাবে ৫০ হাজার মানুষ।

যদি আক্রান্তের হার ৪০ শতাংশ হয় তাহলে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হবেন ৯৬ লাখ এবং মারা যেতে পারেন ১ লাখ মানুষ। এবং আক্রান্ত যদি ৬০ শতাংশ হয় তাহলে আক্রান্ত হবেন দেড় কোটি মানুষ এবং মারা যাবেন প্রায় দেড় লাখ মানুষ।

পল কেলি আরও বলেন, ৬০ বছরের বেশি বয়সীরা এই রোগের ঝুঁকিতে বেশি। এছাড়া ৮০ বছরের বয়সীদের মধ্যে এই রোগে মৃত্যুর হার বেশি।

ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। মারা গেছেন ৩ জন। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশজুড়ে নানা বিধি নিষেধ জারি করেছেন। দেশটিতে ৫০০ জনের মানুষ একসঙ্গে জড়ো হওয়াতে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন।

এদিকে করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ।
সানবিডি/ঢাকা/এসএস