২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৮ ১১:৪৮:২৯


চিটাগং চেম্বার আয়োজিত ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১০টায় এ মেলা স্থগিত করা হয় বলে চিটাগং চেম্বার সূত্রে জানা গেছে।

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম জানান, সোমবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়। এর পরই মেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মেলার কার্যক্রম বন্ধ থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ১৬ মার্চ থেকে দেশের সব নগর, মহানগর, জেলা, উপজেলাসহ সব স্থানে চলমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত সব ধরনের বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মেলা বন্ধ থাকবে।

উল্লেখ্য, ৫ মার্চ বিকালে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে প্রায় চার লাখ বর্গফুট এলাকাজুড়ে ৪৭০টি প্যাভিলিয়ন ও স্টলে চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।