পিরোজপুরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে বিএনপি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৮ ১৭:৫৫:৪৫
করোনাভাইরাস প্রতিরোধে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৮ মার্চ) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ ও মির্জা জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, স্বর্নিভরবিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁনসহ অন্য নেতাকর্মীরা।
সানবিডি/ঢাকা/এসএস