বিএনপির সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৮ ১৮:৫১:৩১


বিএনপির প্রবীন নেতা ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

বুধবার দুপুরে মরহুমের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য বিএনপির সাবেক এ এমপিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপাচার হয়। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শহীদুল হক জামালের মরদেহ বুধবার সন্ধ্যার আগেই ঢাকায় আসার কথা রয়েছে।

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির সঙ্গে যুক্ত ছিলেন শহীদুল হক জামাল। ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়।

ওয়াল ইলেভেনের সময় বিএনপিতে সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়। পরে সেই বহিষ্কারাদেশ তুলেও নেয়া হয়। তবে এরপর বরিশাল-২ ও পিরোজপুর-১ আসন থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তাকে মনোনয়ন দেয়নি বিএনপি।
সানবিডি/ঢাকা/এসএস