নতুন ঠিকানায় রিজেন্ট টেক্সটাইল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৮ ২৩:৪৬:৪১


ঠিকানা পরিবর্তন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার্ড অফিস এখন থেকে ইস্ট কালুর ঘাট, চার খিদির পুর চলে যাচ্ছে।

কোম্পানি সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির রেজিস্ট্রার্ড অফিস ছিল এইচজি টাওয়ার, ১১৮২ জুবলি রোড (নুর আহম্মেদ রোড) চট্টগ্রামে। নতুন ঠিকানা হলো ইস্ট কালুর ঘাট, চার খিদির পুর, বন্দর, চট্টগ্রাম।