লেনদেন-শুরু-১টায়

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৯ ১৩:২১:৫৭


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের সময় তৃতীয় দফায় পিছিয়েছে। প্রথমে সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে  ১১টায় শুরু হওয়ার কথা ছিলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, এর পর ১ টায় লেনদেন শুরু হওয়ার কথা ছিলো। এখন আবার ২ টায় লেনদেন শুরু করার কথা রয়েছে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) সূচকের উপর সার্কিট ব্রেকার আরোপ নিয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছে। যা নিয়ে ডিএসইর ম্যানেজমেন্ট কাজ করছে।

জানা গেছে, নতুন সময় অনুযায়ী শুরুতে এবং শেষে একঘণ্টা করে লেনদেনের সময় কমানো হয়েছে। অর্থাৎ সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১টায় লেনদেন শুরু হবে। আর বিকাল আড়াইটার পরিবর্তে দুপুর দেড়টায় লেনদেন শেষ হবে।

এর আগে বুধবার (১৮ মার্চ) ডিএসই ও সিএসই পর্ষদ বৈঠক করে লেনদেনের সময় একঘণ্টা কমিয়েছিল। বৈঠক শেষে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে লেনদেন বিকাল আড়াইটার পরিবর্তে দুপুর দেড়টায় শেষ হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ