ওসমানী বিমানবন্দর থেকে দুই প্রবাসীকে ফেরত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৯ ১৬:৪৯:৩০
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্স ও পর্তুগালের পাসপোর্টধারী দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ বিমানের এই দুই যাত্রীকে ইমিগ্রেশন না করে বিমান কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা। দুই যাত্রীর একজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আর অন্যজনের বাড়ি চট্টগ্রামে। তারা ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী হলেও দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ফারুক আহমদ বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাজ্য ব্যতীত ইউরোপের অন্য দেশের পাসপোর্টধারীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে ফ্রান্স এবং পর্তুগালের পাসপোর্টধারী দুজনের ইমিগ্রেশন করা হয়নি। তাদেরকে বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ দুপুর ১২টা থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইউরোপ থেকে আসা যাত্রীদের জন্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এতে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো দেশের এমনকি বাংলাদেশিরাও ইউরোপের দেশ থেকে এলে তাদের গ্রহণ করা হবে না। তাদের নিজ খরচে ফেরত যেতে হবে।
করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় ইউরোপের দেশ ইতালি থেকে শত শত বাংলাদেশির আসার পর দেশে সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক এই সিদ্ধান্ত নেয় সরকার।
এদিকে করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা একই পরিবারের সদস্য। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জন। এরই মধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
সানবিডি/এনজে