ব্যাংক এশিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২১ ১১:৫৫:০৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ উদযাপন করেছে ব্যাংক এশিয়া। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ. হোসেন, ব্যাংকের পরিচালক মেজর জেনারেল (অব.) মতিউর রহমান, রোমানা রউফ চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী এবং ডিএমডিরা গত বুধবার রাজধানীর কারওরান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত মুজিব বর্ষ উদযাপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া এদিন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখায় একযোগে মুজিব বর্ষ উদযাপন করা হয়।