১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২১ ১২:২৮:৫৭


চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর।

এর মধ্যে কয়েকটি দেশ এর আগে সেদেশের সঙ্গে অন্য দেশের বিমান চলাচল বন্ধ করেছিল নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে।

১০টি দেশের সঙ্গে শনিবার (২১ মার্চ) মধ্যরাত ১২টা হতে ৩১শে মার্চ রাত ১২টা পর্যন্ত বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

তিনি বলেন, এই দেশগুলো থেকে কোনো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না। এ সংক্রান্ত নোটিস টু এয়ারম্যান (নোটাম) জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ২১-৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সানবিডি/এনজে