করোনার প্রভাব: স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৩-২১ ১৯:৫৯:৫০


স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও আপাতত স্থগিত থাকবে। শনিবার বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের জনগণকে করোনা পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

এর আগে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করেন রাষ্ট্রপতি। এছাড়া ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং দুটি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

করোনাভাইরাসে দেশে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন দুজন। আর মোট আক্রান্ত ২৪ জন। আর বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১২ হাজারের কাছাকাছি।