ডিএসইতে সূচক পতন, উত্থান সিএসইতে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-২২ ১৪:১৫:৪৮
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দরের ফ্লোর প্রাইস (যে দরের নিচে নামতে পারবে না) গণনায় সংশোধনী এনেছে ডিএসই। যার কারণে আজ সামান্য পতনে শেষ হয়েছে ডিএসইর লেনদেন।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবারের পরিবর্তে রবিবার (২২ মার্চ) ওয়েটেড গড় পদ্ধতিতে শেয়ারের সমন্বিত দর নির্ধারণ করায় উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২১ পয়েন্টে।
আজ ডিএসইতে ১৪৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। বৃহস্পতিবার মাত্র ৩০ মিনিটে লেনদেন হয়েছিল ৪৯ কোটি টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ সব সূচক বেড়েছে। সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির। তবে কোনো কোম্পানির শেয়ার দর কমেনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস