ঢাকার শপিং মল-বাণিজ্য বিতান ২৫ মার্চ থেকে বন্ধ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২২ ২৩:৪৬:৩৬


ভোগ্য পণ্য ও ফার্মেসি ব্যতীত সব বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খোলা থাকবে শুধু কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং ওষুধের দোকান। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়।

রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহসান এক যৌথ বিবৃতিতে জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ায় শ্রমিক, কর্মচারী ও মালিকদের এই সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেটসহ সব মার্কেট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ঔষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি কোনো অবস্থায়ই পণ্যের দাম না বাড়ানোর অনুরোধ জানানো হয়।

এদিকে, বসুন্ধরা সিটি শপিংমল শপ ওনার’স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম এ হান্নান বলেছেন, ‘আজকে মিটিং করে আমরা সাময়িকভাবে বসুন্ধরা সিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, মার্কেটটি ২৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

অন্যদিকে, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেছেন, ‘সুপার শপ বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। রোববার শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। ১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল পরীক্ষাগুলো। পরবর্তী তারিখ এপ্রিল মাসের প্রথম দিকে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে ২ জন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৪০ জন।

সানবিডি/ঢাকা/এসএস