এনসিসি ব্যাংকের উদ্যোগে প্রধান কার্যালয় ও শাখাগুলোতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ এবং শাখাগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিকুইড হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লাভস এবং বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ। এছাড়া প্রধান কার্যালয়, শাখাগুলো ও এটিএম বুথগুলোর দরজা ও মেঝে স্বাস্থ্যসম্মত রাখতে সার্বক্ষণিক জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকার জোগান রাখা হয়েছে।