নতুন উদ্ভাবন বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১০:৩৭:৪৮


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইউনিট ও কার্ডিওকেয়ার জেনারেল ও স্পেশালাইজড হাসপাতালের গবেষকদের  উদ্ভাবিত করোনাভাইরাস ‘কভিড-১৯’ এর সম্ভাব্য ভয়াবহতার পরিপ্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে কভিড-১৯ শনাক্তকরণের নতুন পদ্ধতি উদ্ভাবন বিষয়ের ওপর অনলাইন প্রেজেন্টেশন অবলোকন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় অনলাইনে যোগ দেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। নতুন এ উদ্ভাবন বিষয়ে গবেষকরা জানান, কভিড-১৯ নির্ণয়ে রেডিওলজি তথা ‘চেস্ট রেডিওলজি’ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।