ইউনিলিভার ওভারসিয়েস কিনবে গ্লাক্সোস্মিথক্লাইন সেটফার্স্টের শেয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১১:৪৭:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইন সেটফার্স্ট লিমিটেড সব শেয়ার ‘ইউনিলিভার ওভারসিয়েস হোলডিংস বি.ভি’ এর কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্লাক্সোস্মিথক্লাইনের কাছে সেটফার্স্টের মোট ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার আছে। যার পুরোটাই ইউনিলিভার ওভারসিয়েস হোলডিংস বি.ভি এর কাছে বিক্রি করা হবে।