২০ লাখ স্বাস্থ্য কর্মীকে মাস্ক দেবে অ্যাপল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১২:১৬:২৮


যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মীদের মধ্যে কয়েক লাখ মাস্ক বিতরণ করবে অ্যাপল।অ্যাপল সিইও টিম কুক রোববার এক টুইটে এ কথা জানিয়েছেন। টুইটে লেখেন, কোভিড-১৯ মোকাবিলায় তাদের টিম স্বাস্থ্য কর্মীদেরকে মাস্ক প্রদান করবে। চিকিৎসাসেবায় নিয়োজিত প্রত্যেক বীরেকে এই মাস্ক দিয়ে কৃতজ্ঞতা জানানো হবে।এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক বিবৃতিতে জানান, অ্যাপল ২০ লাখ ইন্ডাস্ট্রিয়াল মাস্ক সরকারের মাধ্যমে বিতরণ করবে।কিভাবে অ্যাপল ২০ লাখ মাস্ক যোগাড় করবে তা অবশ্য জানা যায়নি। সারা বিশ্বেই মাস্কের তীব্র সংকট চলছে।ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সিইও জেফ বেজসও কর্মীদের জন্য মাস্ক যোগাড় করতে পারছেন না। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, যোগানের চেয়ে মাস্কের চাহিদা এখন অনেক বেশি। কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের আমরা মাস্ক দিতে চাই। কয়েক লাখ মাস্কের অর্ডার দিয়েছি কেনার জন্য। তবে চাহিদা অনুযায়ী মাস্ক পাওয়া যাচ্ছে না। আমরা এগুলো তাদেরকে দিতে চাই যারা বাসা থেকে কাজ করতে পারছেন না।শুধু মাস্কই নয়, বিশ্বজুড়ে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টেরও (পিপিই) তুমুল সংকট চলছে। যে কারণে অনেক স্বাস্থ্য কর্মী যথাযথ পিপিই না পড়েই কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন।

সানবিডি/এনজে