২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত খোলা থাকবে সুপারমার্কেট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১২:৫২:১৮
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল রোববার সুপারশপ, সুপারমার্কেট ও সাধারণ মার্কেটগুলো আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এর একদিন পরেই সুপারমার্কেটগুলো ওই তারিখের মধ্যে খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স এসোসিয়েশন। আজ সোমবার বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতেও আপামর সব মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণকল্পে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স এসোসিয়েশন আগোরা, মিনা বাজার, স্বপ্ন, ইউনি মার্ট, ক্যারে ফ্যামিলি-এর মতো সুপারমার্কেটগুলো আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে মো. জাকির হোসেন বলেন, ‘দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে অত্যাবশকীয় দ্রবাদি সরবরাহে আমরা আপনাদের পাশে আছি।’
সানবিডি/ঢাকা/এসএস