নিজ খরচে গাউন মাস্ক বানাচ্ছেন চিকিৎসক-নার্সরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-২৩ ১৬:২১:০৫
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে তৈরি করা হচ্ছে গাউন, মাস্কসহ নিরাপত্তা সরঞ্জাম। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাস ছড়ানো ঠেকাতে দেশের অন্যান্য স্থানের ন্যায় ফেনীতে জনসচেতনতার জন্য ব্যাপক কর্মসূচি চলমান রয়েছে। কিন্তু কেউ আক্রান্ত হয়ে হাসপাতাল অথবা উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য এলে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা সরঞ্জামের প্রয়োজন পড়ে। বিশেষ করে চিকিৎসা কর্মে জড়িতরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত না করে রোগীর সেবা দিতে চান না।
তাই তিনি তার কর্ম এলাকায় চাকরিরত ১৪ জন চিকিৎসক ও ১৪ জন নার্সের জন্য ১৫টি গাউন, ৫০টি মাস্ক ও মাঠ কর্মীদের জন্য ১৫টি ক্যাপ বানানোর প্রস্তুতাদেশ দিয়েছেন। এক্ষেত্রে তিনি নার্স ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই নিরাপত্তা সরঞ্জাম বানানোর খরচ ব্যক্তিগতভাবে বহন করতে আগ্রহী বলে জানিয়েছেন।
তিনি জানান, সেবা দেয়া চিকিৎসকদের পেশা ও নেশা। আমরা ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। এতে করে অন্যরাও উদ্যোগ নিতে পারে।
সানবিডি/এনজে