কারাবন্দিদের আদালতে না আনার নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৩ ১৯:২৮:১৭
করোনাভাইরাস মোকাবিলায় আদালতে জামিন শুনানিতে কারাবন্দিদের না আনতে আদেশ জারি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বৃহস্পতিবার সব কারাগার কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দিয়েছেন তিনি।
প্রধান বিচারপতি তার নির্দেশনায় বলেন, ‘আসামিদের জামিন শুনানির জন্য কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে আনার দরকার নেই।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে উহানে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। পরবর্তীতে চীনের ভূখণ্ড পেরিয়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ইতোমধ্যে আতঙ্ক ছড়ানো এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপি ৯ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ২ লাখ।
বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।
সানবিডি/ঢাকা/এসএস