কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ফুডপান্ডার সতর্ক পদক্ষেপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১০:১৮:৩৮
বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের প্রকোপ, সম্প্রতি যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইনভিত্তিক খাবার অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সচেতনতার বার্তা। গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার ও রাইডারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।
কভিড-১৯ প্রতিরোধে গ্রাহকদের সুরক্ষার্থে এরই মধ্যে ফুডপান্ডা তাদের রাইডারদের কাছে এ সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে। একই সঙ্গে সংস্পর্শ কমিয়ে আনতে তারা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট অপশনগুলো ব্যবহারের জন্য অর্থাৎ ক্যাশবিহীন পেমেন্ট সুবিধা ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করছে।
ফুডপান্ডা বাংলাদেশের সিইও আম্বারিন রেজা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মাবলি অবলম্বনের বিষয়ে আমাদের তালিকাভুক্ত রেস্টুরেন্টগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সেই সঙ্গে সাধারণ খাদ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে যাচ্ছি।