এসএএম হোসাইন স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১০:২৬:৩৬
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএএম হোসাইন সম্প্রতি পরিচালনা পর্ষদের ৩২৬তম সভায় ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসার মধ্য দিয়ে তিনি তার ব্যবসা জীবন শুরু করেন। বাণিজ্যে স্নাতক করা হোসাইন সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের মাধ্যমে দ্রুত সফলতার শীর্ষে আরোহণ করেন। তিনি ভিক্টর গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ভিক্টর ইলেকট্রনিকস, ভিক্টর ইন্টারন্যাশনাল এবং সামিরা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী। এছাড়া হোটেল ভিক্টোরি লিমিটেড, লিংকআপ স্টিল মিলস লিমিটেড এবং ইস্টার্ন মেটাল ইন্ডাস্ট্রিজ (চট্টগ্রাম) লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কো. লি., ইস্টার্ন পেপার অ্যান্ড বোর্ড মিলস (চট্টগ্রাম) লিমিটেড, ইন্টারকন্টিনেন্টাল সিকিউরিটিজ লিমিটেড, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল এবং সারপ্রাইজ ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। হোসাইন নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সহযোগী সদস্য।