অ্যাডভেন্ট ফার্মা পেয়েছে নতুন ৫টি পণ্য চালুর অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১৬:৪০:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মার ৫টি নতুন পণ্য চালুর অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর কোম্পানিটির নতুন ৫ পণ্যের অনুমোদন দিয়েছে। নতুন এই ৫ পণ্যের মধ্যে চারটি লিকুইড এবং ১টি পাউডার রয়েছে।

এর আগেও কোম্পানিটি ১১টি পণ্য চালুর অনুমোদন পেয়েছে। ওই ১১টি পণ্যের মধ্যে থেরাপিউটিক ক্লাসের ৬টি ইনজেকটেবলস, ৪টি তরল আইটেডম এবং ১টি বোলাস আইটেম ছিল।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস