করোনা প্রতিরোধে এনআরবিসি ব্যাংকের প্রস্তুতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৫ ১০:২৫:৪২


করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় নানা পদক্ষেপ নিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগসহ সব শাখা ও উপশাখায় পর্যাপ্ত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে। এছাড়া শিগগিরই পিপিইও সরবরাহ করা হবে বলে ব্যাংকের পক্ষে জানানো হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে ব্যাংকে আসা গ্রাহকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের সহায়তায় কভিড-১৯ নামে একটি তহবিল গঠন করেছে ব্যাংকটি।

এ তহবিল গঠনের জন্য এনআরবিসি ব্যাংকের পরিচালকরা ৪৫ লাখ টাকা এবং প্রত্যেক কর্মী তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করবেন। সমাজের স্বহূদয়বান ব্যক্তিরাও এনআরবিসি ব্যাংকের যেকোনো শাখা/উপশাখায় এ তহবিলে অর্থ প্রদান করতে পারবেন। তহবিলের সমুদয় টাকা জনস্বার্থে স্বচ্ছতার ভিত্তিতে খরচ করা হবে এবং খরচের খাতগুলোর হালনাগাদ বিস্তারিত তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তী সময়ে এ তহবিলের অব্যবহূত অর্থ (যদি থাকে) জনকল্যাণকর কাজে ব্যয় করা হবে। সর্বোপরি, করোনাভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।