পাওনা মিটিয়ে ছুটি ঘোষণা আলতু খান জুট মিলে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৫ ১১:১০:৪৯


করোনাভাইরাসের হাত থেকে শ্রমিকদের রক্ষায় দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফরিদপুরের আলতু খান জুট মিলের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে মিলে কর্মরত নিয়মিত-অনিয়মিত প্রায় তিন হাজার শ্রমিককে আপত্কালীন সহায়তা হিসেবে মিল কর্তৃপক্ষ মজুরির টাকা পরিশোধের পাশাপাশি বিনা মূল্যে খাদ্যসহায়তা দিয়েছে।

আলতু খান জুট মিলের জেনারেল ম্যানেজার মো. নাজিমুদ্দিন জানান, আগামী ৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের জন্য মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের নির্দেশে আপত্কালীনের জন্য প্রত্যেক শ্রমিককে তাদের পাওনা মজুরি পরিশোধের পাশাপাশি ২৫ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও এক কেজি করে তেল দেয়া হয়েছে।

তিনি জানান, ছুটিতে থাকাকালে শ্রমিক ও তাদের পরিবার যাতে খাদ্য সংকটে না ভোগে, এমন চিন্তা থেকে ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত মধুখালী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝাহারুল ইসলাম মিলন বলেন, প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানের উচিত আলতু খান জুট মিলকে অনুসরণ করা। পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ লোকমান হোসেন খান শ্রমিকবান্ধব হওয়ায় তিনি এমন দৃষ্টান্তমূলক উদ্যোগ নিতে পেরেছেন।

এদিকে সাময়িক সময়ের জন্য কর্মহীন হলেও মিল কর্তৃপক্ষের এমন উদ্যোগে সেখানে কর্মরত সাধারণ শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন।