প্রধানমন্ত্রীকে অভিনন্দ জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৫-১২-০২ ২০:২৮:০৪


Narail-Photo=002(02-12-15)জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে নড়াইল পৌরসভায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দ জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে শহরের রুপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রুপগঞ্জ বাসস্টান্ড চত্বরে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অমিত সাহা রাজা, জেলা যুবলীগের আহব্বায়ক বাবুল কুমার সাহা, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন, সাবেক ভিপি জাহঙ্গীর হোসেন ইকবাল, সাবেক ভিপি গাউসুল আজম মাসুম প্রমূখ।

সানবিডি/ঢাকা/রাআ