রাবিতে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০১৫-১২-০২ ২০:৩৩:২৪


7106_thumb (2)রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশিষ্ট সাত জনকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাস শাখা প্রগতিশীল ছাত্র জোট। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

র‌্যালিটি ডিনস্ ভবনের পেছন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তাসনুভা তাহরীম অন্তরা, ছাত্র ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ শেখ প্রমূখ।

সমাবেশে ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে এভাবে হুমকি দেওয়া হলে তার জীবনের নিরাপত্তা কোথায়। সমাবেশ থেকে উপাচার্যের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হুমকির বিষয়ে তিনি বলেন, ‘কিছুদিন পূর্বে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে মোবাইলে হুমকি দেওয়া হয়। এর কয়েকদিন পরেই আনসার আল ইসলাম নামে জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকে তাকে আবারও চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হলো। দেশের বিশিষ্ট এ কথাসাহিত্যিককে এভাবে হত্যার হুমকি জাতির জন্য মঙ্গলজনক নয়।’

সমাবেশে বক্তারা আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের প্রগতিশীল শিক্ষক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের বিভিন্ন মৌলবাদী জঙ্গিগোষ্ঠীরা নানাভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে তাদের জীবনের নিরাপত্তা নেই। দেশে এসকল মুক্তমনা মানুষদেরকে হত্যার হুমকি দেওয়া হলে জাতির ভবিষ্যত হুমকির মুখে পড়বে। আমরা এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাই।’

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে ভিসির দপ্তরে একটি চিঠি আসে। চিঠির ভেতরে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের প্যাডে রাবির ভিসিসহ রাজশাহীর আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়া হয়।

সানবিডি/ঢাকা/রাআ