লোহাগড়ায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালি এবং আলোচনা সভা
প্রকাশ: ২০১৫-১২-০২ ২১:০৫:৩৯
লোহাগড়ায় মুক্তিযোদ্ধা দিবসে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহরের উপজেলা মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাসষ্টান্ড, পৌরসভা, লোহাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই চত্বরে গিয়ে শেষ হয়।
মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদদের প্রতি দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া করা হয়।পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. দৌলত আহম্মদ খান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ সামসুল আলম।
এ সময় উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও নিরাপদ সড়ক চাই নিসচা’র সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সদর উদ্দিন শামিম,দপ্তর সম্পাদক হান্নান সেখ সহ ইউনিট কমান্ডের সদস্যরা এবং সাধারণ মানুষ।
সানবিডি/ঢাকা/রাআ