২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ২
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-৩১ ১৬:২৯:৩৩
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে এমআইএস বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান।
ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬০২ জনের। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা দুই জনই পুরুষ। তাদের মধ্যে এক জনের বয়স ৫৫ বছর। অপর জনের বয়স ৫৭ বছর।’
তিনি আরও বলেন, ‘আক্রান্ত দুই জনের মধ্যে এক জন সৌদিফেরত। তার ডায়াবেটিস রয়েছে। তবে তিনি ভালো আছেন। আক্রান্ত অপরজন বিদেশফেরত নন। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তিনিও ভালো আছেন।’
সানবিডি/ঢাকা/এসএস