‘সেনাবাহিনী যতদিন প্রয়োজন মাঠে থাকবে’

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০১ ১৬:০৫:৪১


সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপের বর্তমান পরিস্থিতিতে যতদিন প্রয়োজন হবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে।

তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত, সেনাপ্রধানসহ নিহত ৮
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহনী থাকবে জানিয়ে জেনারেল আজিজ বলেন, ‘সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা সরকার বিবেচনা করবে। সরকার যেদিন বলবে আমরা চলে আসবো। আর যতো প্রয়োজন সেনা সদস্য ততো দেওয়া হবে। অতিরিক্ত সেনা সদস্যে মানুষের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টির কারণ নেই।’

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস