গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ ২ আসামি নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০২ ১২:৩৫:৩২
নওগাঁয় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে শিকদার (৪০) ও জাহিদুল ইসলাম (৩৮) নামে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে আত্রাই উপজেলা ও পত্নীতলা উপজেলায় পৃথক এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত দুজনের বিরুদ্ধে থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১০টি ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
নিহতরা হলেন- আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে শিকদার (৩৬) ও পত্নীতলা উপজেলার বালুঘা গ্রামের রফাতুল্লাহের ছেলে জাহিদুল ইসলাম (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, গতকাল বুধবার দিবাগত রাতে মিনহাজুল ইসলামকে উপজেলার ভরতেতুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তার দেওয়া তথ্যমতে উপজেলার তিলাবদুরী গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে শিকদারের সহযোগীরা পুলিশের উপর গুলি বর্ষণ করে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় মিনহাজুল ইসলাম ওরফে শিকদার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে।
মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে শিকদারের নামে আত্রাই থানায় চারটি হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অপরদিকে, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, বুধবার জাহিদুল ইসলামকে উপজেলার বালুঘা গ্রাম থেকে গ্রেপ্তার করে রাতেই তার দেওয়া তথ্যমতে অস্ত্র ও মাদক উদ্ধারে উপজেলার বাকরাইল গ্রামে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা জাহিদুল ইসলামের সহযোগীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
ঘটনাস্থলে থেকে ৯৮৫ পিস ইয়াবা, দেশীয় তৈরি শাটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি বড় হাসুয়া উদ্ধার করা হয়েছে। জাহিদুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা থানায় ১২টি মাদকের মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস