ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি, ২৫ জনকে সাড়ে ৮৯ হাজার টাকা জরিমানা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-০৬ ২০:১৭:৩১
ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি, ২৫ জনকে সাড়ে ৮৯ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা বাস্তবায়নে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় প্রমোদভ্রমণে বের হওয়া ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর ফার্মগেট এলাকায় দুপুর দেড়টার থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি অভিযান পরিচালনা করেছে র্যাব-২। আর এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।
অভিযানের বিষয়টি মো. সরোয়ার আলম দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রামণের মধ্যে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে বাসায় থাকতে বলেছে। যত কষ্টই হোক ঘরে থাকতে হবে আমার-আপনার সকলের স্বার্থে।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘এত কিছুর পরও আজ যারা প্রমোদভ্রমণে বের হয়েছিলেন তাদের ২৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতায় করেছে র্যাব-২।’
সানবিডি/ঢাকা/এসএস