ক্লিন গ্রীন বাংলাদেশ ৩ গরিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৬ ২১:৪৪:৪৭
পরিবেশবাদী সংগঠন ক্লিন গ্রীন বাংলাদেশ এবং সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। সংগঠনটির দেশব্যাপী খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সিজিবি নবীনগর ইউনিটের উদ্যোগে অত্র উপজেলার সোহাতা গ্রামে অবস্থিত গুঞ্জন পাঠাগারে ৪ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্যায়ক্রমে ১০০ সুবিধাভোগী পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে এই সহায়তা পৌছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ প্যাকেট আটা (২ কেজি), ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, আধা কেজি মুশুর ডাল ও ১ টি লাইফবয় সাবান।
অনুষ্ঠানের আয়োজকরা জানান যে, আগামী ৮ এপ্রিল উপজেলার ভোলাচং গ্রামের হিজড়া সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সুধিজন ছাড়াও ক্লিন গ্রীন বাংলাদেশ এর সম্বয়কারী মোঃ সাইদুর রহমান পারভেজ, জনাব আব্দুর রহমান, ওবায়দুল মাসুম, আশরাফুল ইসলাম সোহাগ প্রমূহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুঞ্জন পাঠাগারের পরিচালক জনাব মোঃ স্বপন মিয়া। অনুষ্ঠানে সবাইকে তিনি ক্লিন গ্রীন বাংলাদেশ এর নির্ধারিত শপথ বাক্য পাঠ করান।
এ বিষয়ে ক্লিন গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ও গরিব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি এম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, তিনি গত ২৪ মার্চ ২০২০ তারিখে ক্লিন গ্রীন বাংলাদেশের ফেসবুক গ্রুপে “সিজিবি-জিএফ খাদ্য সহায়তা তহবিল-১” নামে একটি তহবিল গঠন করে একটি পোষ্ট দেন। তাদের আহ্বানে দেশের বিত্তবান নাগরিকগণ আজ ৬ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত মোট ২ লক্ষ ৯১ হাজার ১৫০ টাকা উক্ত তহবিলে প্রদান করেন। ইতোমধ্যেই সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় তাদের ইউনিটের মাধ্যমে ৬৬৪ টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত সিজিবির এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। “সিজিবি-জিএফ খাদ্য সহায়তা তহবিল-১” এ অর্থ পাঠানোর ঠিকানাঃ ব্যাংক হিসাব নামঃ গরিব ফাউন্ডেশন, হিসাব নং-০০২০১৩১০০০০০৩২৪, সাউথইষ্ট ব্যাংক লিঃ, আগারগাও শাখা, ঢাকা। বিকাশ/রকেট/নগদ হিসাব নং- ০১৭১৬২৯১৪৩ (ব্যক্তিগত) ও ০১৬৭৩-৫৪০৯৫৮ (ব্যক্তিগত), ০১৮১৭-৭৫১৬০১ (ব্যক্তিগত, চট্টগ্রাম)।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
সানবিডি/এসকেএস