লুজারের শীর্ষে শ্যামপুর সুগার

আপডেট: ২০১৫-১২-০৮ ১২:২৮:২২


Shympurঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লুজারের শীর্ষে অবস্থান করছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৫ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৬ টাকা ২০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন ১ বারে কোম্পানির ৫০০টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির প্রতিটি ইউনিট দর ১৯ টাকা ৭ পয়সা বা ৮ দশমিক ৩৫ শতাংশ কমেছে। ফান্ডটির ইউনিট এদিন সর্বশেষ লেনদেন হয় ২১৬ টাকা ১০ পয়সা দরে। আজ ১১ বারে ফান্ডের ২ হাজার ৯৮৫টি ইউনিট লেনদেন হয়।

লুজারের তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিং ৭ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ শেয়ার দর কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৮ টাকা ৫০ পয়সা দরে।

লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইবনে সিনা, সাভার রিফ্যাক্টরিজ এবং কাশেম ড্রাইসেলস।