ফেসবুক গুজবের আখড়া : মোস্তাফা জব্বার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-০৯ ১৯:০৭:৩৪


ফেসবুক গুজব ছড়ানোর আখড়া বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের একটি পরিসংখ্যান তুলে ধরে ওই স্ট্যাটাসটি দেন মোস্তাফা জব্বার। স্ট্যাটাসটি এখানে তুলে ধরা হলো :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সর্বশেষ তথ্য। এতে দেখা যায়, বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি লোক ফেসবুক ব্যবহার করে। সম্ভবত এ জন্যই ফেসবুক গুজবেরও আখড়া। ফেসবুকের গুজব ঠেকানো এক কঠিনতম চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস