দেখে নিন কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১০ ১১:৩২:২৬


চীনের উহান থেকে বিশ্বব্যাপী ভয়াবহ অবস্থা ধারণ করেছে করোনাভাইরাস।প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই ভাইরাসে সারাবিশ্বে ৯৫,০০০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা ১৬ লাখেরও বেশী।

বাংলাদেশেও বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এই ভাইরাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে মোট ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১৯৬ জন।

ঢাকা শহর ছাড়াও বাকিরা দেশের ২২ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

একনজরে দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তদের তালিকা: