২০ হাজার লোকের পাশে বিসিবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১২ ১৮:১৩:৫৪
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তারা। এবার সেই কাঁতারে এসে দাঁড়ালেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার গরীব মানুষকে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রবিবার একটি টিভি চ্যানেলে এমনটাই নিশ্চিত করেছেন তিনি। পুরো মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন বিসিবির এই কর্মকর্তা। জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কি কাজে আসতে পারি। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করোনা ভাইরাসে সেসব জায়গায় আমরা বিতরণ করবো। মাসব্যাপী এটা বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন, ‘হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছে। তারা খুব গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে। এদেরও আমরা চাচ্ছি একটা সাহায্য করতে, আমাদের সভাপতি পরিচালকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’
করোনা ভাইরাসের কারণে বর্তমানে পুরো স্থবির হয়ে আছে বিশ্ব। পুরো দেশ লকডাউন থাকায় বিপাকে পড়েছে সমাজের খেটে খাওয়া মানুষ। তাদের সাহায্যে এরই মধ্যে এগিয়ে এসেছেন তামিম, মুশফিক, মাশরাফিরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। কিছুদিন আগে ৩১ লাখ টাকা করোনা তহবিলে জমা দিয়েছেন ক্রিকেটাররা।
সানবিডি/ঢাকা/এসএস