সিরাজদিখান ও লৌহজংয়ে আরও ২ জনের করোনা শনাক্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৩ ১৫:২৬:০৭


মুন্সীগঞ্জে আরও ২ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪। এর মধ্যে নতুন করে সোমবার সিরাজদিখানে একজন ও লৌহজংয়ে একজন শনাক্ত হয়েছেন। সোমবার সকালে আইইডিসিআর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১১ এপ্রিল সংগ্রহ করে ১২ তারিখে পাঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একজন ও লৌহজংয়ের একজনের পজেটিভ পাওয়া যায়। এরা দু’জনই পুরুষ। এই নিয়ে মুন্সীগঞ্জ জেলায় করোনা সংক্রমণ হলো ১৪ জনের।

এরপরই সিরাজদিখান স্থানীয় প্রশাসন উপজেলার কচুচিয়ামোড়া বিশেষ সর্তকতা বার্তা জানিয়েছেন। উপজেলায় এই নিয়ে করোনা রোগী সনাক্ত হল ২ দু’জনের।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. আশফিকুন্নাহার জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী আপাততঃ বাড়িতেই আছেন। তিনি সুস্থ হচ্ছেন । গত ১২ দিন ধরেই হোম কোয়ারেন্টিনে আছেন। রোগী নিজে যথেষ্ট সচেতন। উপসর্গ পাওয়ার পর থেকেই তিনি নিজ ঘরে আছেন। তাই সেখানে কোন বাড়িঘর লকডাউন করতে হচ্ছে না।

এছাড়া লৌহজংয়ে স্থানীয় প্রশাসন উপজেলার নাগেরহাট গ্রামের সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করার প্রক্রিয়া চালাচ্ছে। লৌহজং উপজেলায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হল। এই রোগী নারায়ণগঞ্জ থেকে জ্বর-মাথাব্যাথা নিয়ে এই গ্রামে আসে। পরে সন্দেহ হলে তার সোয়াব পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান জানান, লৌহজংয়ে কোভিড-১৯ আক্রান্ত এই রোগী আপাততঃ বাড়িতেই আছেন। আইইডিসিআর’র নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, লৌহজংয়ে রবিবার পর্যন্ত ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের রেজাল্ট পাওয়া গেছে। যার মধ্যে একজনের করোনা সনাক্ত হয়েছে। বাকী ১৮ জনের রেজাল্ট নেগেটিভ এসেছে। ৫ জনের রেজাল্ট এখনও পাওয়া যায়নি।

তিনি জানান, নারায়নগঞ্জ থেকে উপসর্গ নিয়ে গ্রামটিতে আসার পরই গত ১১ তারিখ তার সোয়াব সংগ্রহ করে আইডিসিআরের পরীক্ষাগারে পাঠানো হয়।

লৌহজংয়ের ইউএনও আরও বলেন, আমরা বাড়িটি লকডাউনসহ প্রয়োজনে গ্রামটি লকডাউন করবো। এছাড়া তিনি বাজারেও গিয়েছেন, তাই হয়তো নাগেরহাট বাজারও লকডাউন করা হতে পারে। তার সংস্পর্শে যারা যারা এসছেন তাদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এই নিয়ে মুন্সীগঞ্জে জেলায় করোনা রোগী দাঁড়াল ১৪, তবে এছাড়াও নারায়ণগঞ্জের মৃত ব্যক্তির (মুন্সীগঞ্জের মান্দ্রায় দাফন করতে নিয়ে আসা) নমুনা যেহেতু মুন্সীগঞ্জ থেকে পাঠানো হয়েছিল, তাই মুন্সীগঞ্জের সাথে এটি গণনা করা হচ্ছে।

সিভিল সার্জন আরও বলেন মুন্সীগঞ্জে এ পর্যন্ত ১২৮ জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৫ জনের রেজাল্ট পাওয়া গেলো। এর মধ্যে মুন্সীগঞ্জে জেলায় করোনা সনাক্ত হলো ১৪ জনের, তবে নারায়ণগঞ্জের মৃত ব্যক্তির (মুন্সীগঞ্জের মান্দ্রায় দাফন করতে নিয়ে আসা) নমুনা যেহেতু মুন্সীগঞ্জ থেকে পাঠানো হয়েছিল, তাই মুন্সীগঞ্জের সাথে এটি গণনা করা হচ্ছে। এছাড়া রবিবার সংগ্রহ করা ২৩ জনের সোয়াব সোমবার সকালে আইইডিসিআর নিয়ে গেছে পরীক্ষার জন্য।
সানবিডি/ঢাকা/এসএস