হোটেল বিল নিয়ে অস্বস্তিতে সিলেট সুপারস্টার্স

আপডেট: ২০১৫-১২-০৪ ১৩:০৩:৪৮


sylhet-super-stars-lo_93312চট্টগ্রামে হোটেল র‌্যাডিসন ব্লুতে বিল না দিয়ে অস্বস্তিতে পড়ে সিলেট সুপারস্টার্সের কর্মকর্তারা। হোটেল থেকে বাস ছাড়ার সময় তা আটকে দেয় কর্তৃপক্ষ। আরো পাঁচটি ফ্রাঞ্চাইজির সঙ্গে ওই হোটেলে উঠেছে দলটি।

হোটেল ছাড়ার সময় হোটেলের নিরাপত্তারক্ষীরা বাস আটকে দেন। নিরাপত্তাকর্মীরা সাফ জানিয়ে দেন, বিল পরিশোধ না করে গাড়ি ছাড়া যাবে না।

দলের খেলোয়াড়, কর্মকর্তারা তখন গাড়িতেই ছিলেন। নাম না প্রকাশ করার শর্তে সিলেটের এক কর্মকর্তা জানান, এ সময় বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিলো তাদের।

পরে তড়িঘড়ি করে বিল পরিশোধ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কর্মকর্তারা।

সানবিডি/ঢাকা/রাঅা