মজুরি চালু রেখে ছুটি চান চা শ্রমিকরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৩ ১৯:৪৩:১০
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দিতে মজুরি চালু রেখে ছুটি চান চা শ্রমিকরা।
সোমবার (১৩ এপ্রিল) সেই দাবিতে তিনটি বাগানের চা শ্রমিকরা মানববন্ধন করেছেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ স্থগিত রেখে কয়েকশ’ চা শ্রমিক মানববন্ধন করেন। সরকার ও বাগান কর্তৃপক্ষের কাছে মজুরি চালু রেখে ছুটি চেয়ে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
এ এলাকায় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস। তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে ভারতে ৮৫০টি চা বাগানে লকডাউন চলছে। কিন্তু বাংলাদেশে ছুটি চলছে চা বাগান চালু রেখেই। করোনা আতঙ্কের মধ্যেই কাজ করছেন শ্রমিকরা। শ্রমিকদের বাঁচাতে তাদের মজুরি চালু রেখেই ছুটি দিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’
মানব বন্ধনে বক্তারা বলেন, ‘করোনা পরিস্থিতিতে শ্রমিকরা ঝুঁকি নিয়েও কাজ করে আসছে। বর্তমানে এ রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই শ্রমিকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শ্রমিক না বাঁচলে বাগান পরিচালনা করা যাবে না। তাই শ্রমিকদের রক্ষায় দ্রুত মজুরি চালু রেখে ছুটি ঘোষণা করার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনের নেতৃত্বে ছিলেন- দেউন্দি পঞ্চায়েত সভাপতি প্রবীর বুনার্জী ভুট্টো, গিলানীয় পঞ্চায়েত সভাপতি অমল ভৌমিক, রঘুনন্দন পঞ্চায়েত সভাপতি বিষু মুড়া, ইউনিয়ন পরিষদ মেম্বার কার্ত্তিক বাকতি প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস