এজিএম স্থগিত করেছে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৫ ১৬:৪৬:৪১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের প্রকোপের জন্য উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৭ এপ্রিল এই এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সময়সূচি হলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে।
একদিকে সরকার ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, যে কারণে এজিএম আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। সব মিলিয়েই ব্যাংকটি পূর্বঘোষিত এজিএম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
গত ১৫ মার্চ ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সময়সূচি চূড়ান্ত করা হয়েছিল। ওই বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস