বিও হিসাবের নবায়ন ফি মওকুফের দাবি ডিএসই পরিচালকের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-১৫ ১৬:৫৪:০৫


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান বিনিয়োগকারীদের আসন্ন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব নবায়নের ফি মওকুফ করার জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর কাছে দাবি করেছেন। একইসঙ্গে ব্রোকারেজ হাউজগুলোকে বিও নবায়নের ক্ষেত্রে তাদের ফি মওকুফ করার অনুরোধ করেছেন তিনি।

ডিএসইর এই পরিচালক বলেন, সিডিবিএলের কাছে বিও নবায়ন ফি মওকুফ করার বিনীত অনুরোধ করছি। দূর্দশাগ্রস্থ বিনিয়োগকারীদেরকে কিছুটা রক্ষা করার জন্য হলেও এ বছর নবায়ন ফি মওকুফ করা উচিত। একইসঙ্গে যেসব হাউজ থেকে সিডিবিএলের থেকে বেশি নবায়ন ফি চার্জ করা হয়, সেসব হাউজকেও এ বছর নবায়ন ফি মওকুফ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

করোনাভাইরাসে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের শেয়ারবাজারের মন্দায়ও হতাশায় নিমজ্জিত বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে রকিবুর রহমান বিভিন্নভাবে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দাবি করে আসছেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস